Robbar

বাংলা প্রকাশনা আর কবে প্রুফ সংশোধকদের সময় দেবে? আর্থিক সমাদর করবে?

Published by: Robbar Digital
  • Posted:October 18, 2023 4:02 pm
  • Updated:March 30, 2025 9:31 pm  

১৬.১০.২০২৩ তারিখে রোববার.ইন-এর ‘পাতাবাহার’-এ প্রকাশিত হয়েছিল ‘মাসান আংরি’ নামক বইয়ের আলোচনা। আলোচক শেষাংশে লিখেছিলেন, ‘তবে বইয়ের প্রুফ সংশোধন নিয়ে গায়ত্রী রায় আর-একটু সাবধানী হলে মন্দ হত না। প্রচ্ছদের ‘আংরি’ এবং বই-মধ‌্যস্থ শিরোনাম পৃষ্ঠার ‘আঙরি’-র মতোই খুচখাচ বহু অযত্নের ছাপ গল্পের প্রবহমানতার খানিক পথ আটকেছে বইকি।’ তারই প্রত্যুত্তরে এই চিঠি পাঠিয়েছেন বইটির প্রুফ সংশোধক গায়ত্রী রায়

মাননীয় সম্পাদক সমীপেষু,
আপনাদের ১৬.১০.২০২৩ তারিখে একটি বই-সমীক্ষা প্রকাশিত হয়েছে ( বই-সমীক্ষাটির লিংক: জীবনবিজ্ঞান না, এক টাকার ব্যাঙ যখন জীবন দেখায় )। বেশ পরিচ্ছন্ন ও পরিকল্পিত সমীক্ষা। ভালো লাগল। সমালোচনাটিও লাগসই।
তবে দু’-একটি কথা পেশ করার প্রয়োজন অনুভব করলাম। প্রশ্ন হচ্ছে, প্রুফ সংশোধকের কাজ কী? ভুল ঠিক করা। কোন ভুল? মূলত ছাপার ভুল, বানান ভুল। (ভাষার গঠনগত দিক বা সাহিত্যমূল্য– এইসব নয় কিন্তু। সেটা সম্পাদকের কাজ, যদিও বেশিরভাগ বাংলা প্রকাশক এই কাজটাও প্রুফ সংশোধকের ঘাড়েই ফেলেন।) এবার পান থেকে চুন খসলেই কাঠগড়ায়! একশোটা ‘ভুল’-এর মধ্যে পঁচানব্বইটা ঠিক করলেও বাকি পাঁচটা ভুলের জন্য…। না, এটা কোনও সাফাই গাওয়া নয়, দায়িত্ব এড়ানোর কথাও নয়। কিন্তু এই কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য যে আবশ্যিক শর্তগুলি প্রযোজ্য, সেগুলির কথাই সবিনয়ে নিবেদন করতে চাইছি।
যেমন, প্রথমবার প্রুফ দেখার পর চিহ্নিত ভুলগুলি যথাযথ সংশোধিত হল কি না, সেটা দেখা জরুরি। প্রুফ সংশোধক যদি সেই সুযোগটি না পান, তাহলে সমস্যার শুরু। বইমেলায় বই বেরনোর তাড়ায় যখন প্রকাশকও ব্যতিব্যস্ত, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সময়াভাবে প্রুফ সংশোধকের কাছে দ্বিতীয়বার প্রুফ পাঠান না সংশোধন হল কি না বা আরও কিছু ভুল আছে কি না, দেখার জন্য। (এখানে ব্যয়সংকোচনের উদ্দেশ্যটাও সুপ্ত থাকে।) নিজেরা হয়তো ব্যস্ত চোখ বুলিয়ে নিতে চান। সেটা কতটা কী হয়, তা বলা সম্ভব নয়।

ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, কোনও এক প্রখ্যাত প্রকাশনায় কোনও কোনও বই প্রকাশিত হবার আগে ছ’-বার/ সাতবার প্রুফ দেখা হয়েছে, সম্পাদনাও করা হয়েছে। তারপর সে বই ঝকঝকে হয়েছে। এই সুযোগ কি এখন কেউ দেবেন?

যাঁরা প্রুফ সংশোধন করেন, তাঁরা জানেন কাজটি যথেষ্ট মনঃসংযোগ সাপেক্ষ এবং সময়সাপেক্ষ। বইমেলায় বেরনোর লক্ষ্যে যেসব বই তালিকায় থাকে সেগুলো দেখার জন্য থাকে তাড়া, নেহাতই স্বল্প সময়ে একের পর এক বই প্রস্তুত করার কর্মকাণ্ডে প্রকাশক প্রুফ সংশোধককে যথেষ্ট সময় দিতে অপারগ। তার দায়টাও প্রুফ সংশোধকেরই ওপর বর্তায়।

সবশেষে ছোট্ট করে এই প্রসঙ্গটাও উল্লেখ করা দরকার, বাংলা প্রকাশনার ক্ষেত্রে এখনও প্রুফ সংশোধকরা তাঁদের পরিশ্রম ও সময় ব্যয়ের যথার্থ আর্থিক সমাদর পান না। বাকিটা বুঝে নিতে অসুবিধে নেই।

তবে কি বাংলা প্রকাশনা এমন অযত্নেই লালিত হবে? না, সেটা তো কখনওই কাম্য হতে পারে না। কেবল দায়িত্বটা সমবেত হলেই ভালোও হয় বোধহয়।

বাংলা প্রকাশনা সমৃদ্ধ হোক।

নমস্কারান্তে,
গায়ত্রী রায়