আনন্দের খবর যে সমস্ত রকমের ছবিকে বিশেষ গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে পত্রিকাটিতে প্রকাশ করা হবে– যা খুবই প্রয়োজনীয়। শুভেচ্ছাবার্তা পাঠালেন যোগেন চৌধুরী।
জেনে খুশি হলাম যে, শীঘ্রই ‘রোববার’ পত্রিকার একটি ডিজিটাল ভার্সন প্রকাশিত হতে চলেছে, যা মুহূর্তের মধ্যে সমস্ত পাঠকের কাছে পৌঁছে যাবে মোবাইলে, ট্যাবে কিংবা ল্যাপটপে। এছাড়া আরও আনন্দের খবর যে সমস্ত রকমের ছবিকে বিশেষ গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে পত্রিকাটিতে প্রকাশ করা হবে– যা খুবই প্রয়োজনীয়। পত্রিকার এই নবরূপে প্রকাশনার জন্য বিশেষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।
নতুন কলেবরে ‘রোববার’ পত্রিকাটির প্রকাশনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
এই সহস্রাব্দীতে বিশ্বের যে তিনটি বড় সংঘর্ষ, ইরাক, ইউক্রেন এবং ইজরায়েল-প্যালেস্তাইন, সবক’টাই কূটনৈতিক এবং শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া সম্ভব ছিল। কিন্তু ‘নিয়ন্ত্রিত’ভাবে যুদ্ধ জিইয়ে রাখা হয়েছে। আর তার জন্য বিশ্বজুড়ে নির্মিত হয়েছে বিপুলায়তন স্যাটেলাইট-টিভি নামক এক অ্যাম্ফিথিয়েটার।
বীরভূমের লেখক-গবেষকেরা মনে করেন, বীরভূমের লাভপুরের কাছে দেবী ফুল্লরাতেই সেই পীঠের অধিষ্ঠান আবার বর্ধমানের গবেষকেরা দাবি করেন, ঈশানী নদীর বাঁকে বর্ধমানের দক্ষিণডিহিতেই দেবীর ওষ্ঠপাত ঘটেছিল। তবে ভক্তদের কাছে দুটিই সমান গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এবং অলৌকিক শক্তি দুই জায়গাতেই বর্তমান।