বোমাটার নাম ‘খিস্তিমাত’। ব্যাগে করে লুকিয়ে স্কুলে নিয়ে গিয়ে, তিনতলার বাঁদিকের ঘরে বেঞ্চের কোনায় বসে বন্ধুদের সঙ্গে একটা লাইন পড়েছিল সে, ‘খিস্তির সঙ্গে কোথাও একটা ভায়াগ্রার যোগ আছে, মানে ‘উত্তেজনা কোশেন্ট’ এর ব্যাপারটা মাথায় রাখলে (লেখক: অনিন্দ্য চট্টোপাধ্যায়)। খিস্তি যে শুধুই খিস্তি নয়, খিস্তি কতটা মিষ্টি, এই সংখ্যাটা ছেলেটিকে বুঝিয়েছিল। ফ্যাতাড়ু, চুতিয়া পৃথিবী, খচ্চর ও অসহায় বাঙালিকে সঙ্গে নিয়ে বড় হয়ে যাচ্ছে ছেলেটা…। আঠেরো, পাঠেরও-এর দ্বিতীয় লেখা। লিখছেন রাজর্ষি ধাড়া।
দৃশ্য ১: ২০১০