কফি হাউসের আড্ডাধারীদের কাছে রামু একটা ব্যাপার। সে সবার খেয়াল রাখে। কে কোন টেবিলের বাসিন্দা, সে খেয়ালও থাকে তার। কেউ এসে একটু বেরিয়েছে, বসে পড়ো, এসে যাবে এখুনি, এ দায়িত্বও পালন করে রামু। পরে ওঠার সময়ে বিল চাইলেই রামুর মুখ ভার। সকালবেলায় বাজার-টাজার করে দিয়ে এসেছ, এখন বোসো। সেই রামু-সমেত কলেজ স্ট্রিট বইমেলায়। আর কী চাই!
সৌরীন ভট্টাচার্য
বাঙালি, একালের বাঙালি, রাজনৈতিক ক্ষেত্রে আশ্চর্যরকম ভাবে কচ্ছপ হয়ে ওঠে। তাকে বলি কচ্ছপের রাজনীতি। খোলার ভেতরে ঢুকে পড়ে, নিজেকে বাঁচানো। খাবো-দাবো রোজগার করব। মাঝে মাঝে টিভিতে কিংবা সমাজমাধ্যমে উত্তেজনার প্রশমন করব। কিছুতেই কিন্তু পথে নেমে নিঃস্বার্থভাবে নৈতিকতার রাজনীতিতে যোগ দেব না।