Robbar

পাঠক বইমেলা সচেতন হলে বইমেলারও তো পাঠক সচেতন হওয়া উচিত

Published by: Robbar Digital
  • Posted:January 20, 2024 3:15 pm
  • Updated:January 20, 2024 3:18 pm  

উৎসবপ্রিয় জাতি আমরা, বাঙালিরা। বইমেলাও সেই উৎসবের মধ্যেই পড়ে। আনন্দ-দেখাসাক্ষাৎ-হইহল্লা। বই দেখা, বইয়ের গন্ধ নেওয়া, নতুন বই পড়া। এখন এই মেলার থেকে অনেক দূরে চলে এসেছি আমি। অনেক বই পড়েছি একসময়। মেলায় হেঁটেছি।

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

এখন বইমেলায় আর যাই না। ৮৮ হল, বয়সের কারণেই আর পারি না। কিন্তু জানতে ইচ্ছে করে, বই পড়া কেমন চলছে এ কলকাতার? পাঠকরা কি সংখ্যায় বাড়ছে? এ নিয়ে কি কোনও গবেষণা-পরিসংখ্যান তৈরি করা হয়েছে? রোববার.ইন কি করেছে? বা করবে পরে? পাঠক বইমেলা সচেতন হলে বইমেলারও তো পাঠক সচেতন হওয়া উচিত। দুঃখের হলেও, একথা স্বীকার করতে দ্বিধা নেই, মেলার সঙ্গে আমার আর সম্পর্ক নেই, গড়ে ওঠা সম্ভব না।

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

আরও পড়ুন: শক্তিপদ রাজগুরুর বই শক্তি চট্টোপাধ্যায়কে দিয়ে এক পাঠক সই করাবেনই করাবেন!

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

উৎসবপ্রিয় জাতি আমরা, বাঙালিরা। বইমেলাও সেই উৎসবের মধ্যেই পড়ে। আনন্দ-দেখাসাক্ষাৎ-হইহল্লা। বই দেখা, বইয়ের গন্ধ নেওয়া, নতুন বই পড়া। এখন এই মেলার থেকে অনেক দূরে চলে এসেছি আমি। অনেক বই পড়েছি একসময়। মেলায় হেঁটেছি।

ছবি: কৌশিক দত্ত

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

আরও পড়ুন: টেবিলের দায়িত্বে থাকা রামু-সমেত কফি হাউস উঠে এসেছিল বইমেলায়

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

আজ অবশ্য সেই বইমেলাও অনেক বদলে গিয়েছে। বইমেলায় বইয়ের প্রাধান্য বা গুরুত্ব কমে এসেছে। একগাদা খাবারের স্টল এসে ব্যাপারটা প্রাথমিকভাবে বিগড়ে দিয়েছিল বলে মনে হয়। তবু, চাইব, মেলা সফল হোক। বইপড়া সফল হোক। আর অবশ্যই, ওই বইপড়া কেমন হচ্ছে, তা নিয়ে ঠিকঠাক একটা গবেষণাও হোক।

(সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখিত)