আনন্দের খবর যে সমস্ত রকমের ছবিকে বিশেষ গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে পত্রিকাটিতে প্রকাশ করা হবে– যা খুবই প্রয়োজনীয়। শুভেচ্ছাবার্তা পাঠালেন যোগেন চৌধুরী।
জেনে খুশি হলাম যে, শীঘ্রই ‘রোববার’ পত্রিকার একটি ডিজিটাল ভার্সন প্রকাশিত হতে চলেছে, যা মুহূর্তের মধ্যে সমস্ত পাঠকের কাছে পৌঁছে যাবে মোবাইলে, ট্যাবে কিংবা ল্যাপটপে। এছাড়া আরও আনন্দের খবর যে সমস্ত রকমের ছবিকে বিশেষ গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে পত্রিকাটিতে প্রকাশ করা হবে– যা খুবই প্রয়োজনীয়। পত্রিকার এই নবরূপে প্রকাশনার জন্য বিশেষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।
নতুন কলেবরে ‘রোববার’ পত্রিকাটির প্রকাশনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
‘অপরাধী’ কখনওই একজন কি? প্রতিটি প্রতিষ্ঠানে ধর্ষণ-সহ লিঙ্গ-হিংসাজনিত যে কোনও ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন জোগানো, হিংসার শিকার মানুষদের পাশে দাঁড়ানোয় অনীহা, প্রতিষ্ঠানের মান বাঁচানোর জন্য অপরাধ ধামাচাপা দেওয়া, চুপ করিয়ে রাখার নরম-গরম হুমকি– এসব কি আমাদের অচেনা? অপরাধীকে আড়াল করাই কি দস্তুর নয়?