আনন্দের খবর যে সমস্ত রকমের ছবিকে বিশেষ গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে পত্রিকাটিতে প্রকাশ করা হবে– যা খুবই প্রয়োজনীয়। শুভেচ্ছাবার্তা পাঠালেন যোগেন চৌধুরী।
জেনে খুশি হলাম যে, শীঘ্রই ‘রোববার’ পত্রিকার একটি ডিজিটাল ভার্সন প্রকাশিত হতে চলেছে, যা মুহূর্তের মধ্যে সমস্ত পাঠকের কাছে পৌঁছে যাবে মোবাইলে, ট্যাবে কিংবা ল্যাপটপে। এছাড়া আরও আনন্দের খবর যে সমস্ত রকমের ছবিকে বিশেষ গুরুত্বের সঙ্গে সুন্দরভাবে পত্রিকাটিতে প্রকাশ করা হবে– যা খুবই প্রয়োজনীয়। পত্রিকার এই নবরূপে প্রকাশনার জন্য বিশেষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।
নতুন কলেবরে ‘রোববার’ পত্রিকাটির প্রকাশনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved