নেতা-নেত্রীদের সম্পর্কে বরাবরের অভিযোগ, তাঁরা সমুখের কোনও সংকটকে সমাধানের অসাধ্য বুঝলে সাধারণের নজর অন্য দিকে ঘুরিয়ে দিতে নানা কসরতের আয়োজন করেন। খাবারের অভাব ঘটলে ধর্মীয় আবেগ উসকে দেওয়ার উপলক্ষ তৈরি করেন, নিজের অকৃতকার্যতা স্পষ্ট হয়ে উঠলে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ বাধিয়ে দেন। কে জানত, অত সহস্র বছর আগে বোধিসত্ত্ব স্বয়ং অমন এক ‘প্রজ্ঞা’-র পরিচয় রেখে গেছেন?
দেবাঞ্জন সেনগুপ্ত