‘রোববার’-এর ডিজিটালের পৃথিবীতে পা রাখা খুব জরুরি। জরুরি এই কারণে যে, বাংলা ভাষার এই সম্ভার যেন মন জয় করতে পারে আগামী প্রজন্মের। আকৃষ্ট করতে পারে তাদের মনকে, ভাবনার উড়ান তাই নব চিন্তাধারাকে মাথায় রেখেই। সেই আধুনিকতারই বার্তা দিলেন সংবাদ প্রতিদিন-এর চেয়ারম্যান স্বপনসাধন বোস।
আজকাল দেখি সবার হাতে সারাক্ষণ একটাই জিনিস, ফোন। আর না হলে চোখের সামনে খোলা ল্যাপটপ। সারাক্ষণ কী যেন দেখেই চলেছে! নতুন যুগে মানুষ যে এইভাবে কয়েকটি যন্ত্রের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলবে, ভাবা সম্ভবই ছিল না আমাদের সময়। কিন্তু সবাই বলে, ফোন-ল্যাপটপেই নাকি সব কিছু হয়। দেশ-বিদেশের খবর এখন সব হাতের মুঠোয়। মাঝে তো শুনেছিলাম মানুষ গল্পের বইও পড়ছে একটা ট্যাবে।
আমার বিদেশের বন্ধুরা, আমার আগেই ‘সংবাদ প্রতিদিন’ পড়ে ফেলে। ওই যে ডিজিটাল দুনিয়া। এবার ‘রোববার’ পা দিচ্ছে ডিজিটালের বিশ্বে।
তরুণ প্রজন্ম, যাদের উপরেই নির্ভর করে এই ভাষা, এই সাহিত্য-সংস্কৃতি বহন করে নিয়ে চলার গুরুদায়িত্ব যাদের কাঁধে ভর করে, তারাই এখন ডিজি-পৃথিবীর বাসিন্দা। তাই ‘রোববার’-এর ডিজিটালের পৃথিবীতে পা রাখা খুব জরুরি। জরুরি এই কারণে, যে বাংলা ভাষার এই সম্ভার যেন মন জয় করতে পারে আগামী প্রজন্মের। আকৃষ্ট করতে পারে তাদের মনকে, ভাবনার উড়ান তাই নব চিন্তাধারাকে মাথায় রেখেই।
আমার অনেক অনেক শুভকামনা রইল। রোববার ডিজিটাল যেন তার উদ্দেশ্যে সফল হয়। বিশ্বের বাঙালি যেন আরও ভালবাসে তার ভাষাকে, তার রুচিকে, যা তাদের গর্ব, অহংকার।
যদি দাগই মুছে ফেলো, স্মৃতিও মুছে ফেলা দস্তুর। পারবে পুরাতন প্রেম ছাড়া বেঁচে থাকতে? পারবে সেই আদিম ডাককে অস্বীকার করতে? বারবার জিতে যাওয়াগুলো ভুলে যেতে? সেইসব অপ্রেমের ভেতর নিজেকে খুঁজে পাওয়ার ওই আনন্দ ভুলে যেতে? কাটাগাছে হাত কেটে রক্তাক্ত, তবুও রাতের শেষে সেদিন বাঁকা চাঁদ উঠলে তুমিই তো আলোয় ভরে উঠেছিলে, আরও কিছুদূর এগিয়ে গিয়েছিলে। ফেরার রাস্তা ভুলতে চেয়েছিলে। আধেক আলো আর গোটা জীবন নিয়ে ফিরে এসেছিল সকাল হতে।