এখন যে দেশভর লিকি সিচুয়েশন চলছে, তা দেখে বিস্ময় বাঁধ মানছে না। দনাদ্দন প্রশ্নপত্র লিক। নেট লিক, নিট লিক। পরীক্ষার্থী দেখছে, পাশের কম্পিউটারে অটোমেটিক ঠিক উত্তরগুলো টিক পড়ে যাছে। ভুতুড়ে কাণ্ড! লাখ লাখ টাকা গার্জিয়ানরা অসৎ কাজের জন্য দিচ্ছে, যাতে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হতে পারে! মেধাবী ক্লাস আর গাধা বি-ক্লাস এক দর হয়ে যাচ্ছে! আর নগরে আগুন লাগলে দেবালয় কি রক্ষা পায়? ঘটা করে কয়েক মাস আগে উদ্বোধন হল রামমন্দির, মনসুন শুরু হতে না হতেই ছাদ লিক করে জল পড়ছে।
দেব রায়