১৬ নভেম্বর শিবাজী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি শুধুমাত্র একজন দুরন্ত তার্কিক নন, কেবলমাত্র ‘শিবাজী স্যর’ বা ‘শিবাজীদা’ নন, শুধু ‘দুরন্ত প্রাবন্ধিক’ বলেও দাগিয়ে দেওয়া যায় না তাঁকে, তিনি এক নিভৃতচারী কবিও। তাঁর একগুচ্ছ কবিতা রোববার.ইন-এর পাঠকদের জন্য।
প্রচ্ছদ ও অলংকরণ: অর্ঘ্য চৌধুরী
ফোটোগ্রাফ: কৌশিক দত্ত
যারা ষষ্ঠ গেমে কার্লসেনের আচরণকে গুকেশের প্রতি অসম্মান হিসেবে দেখছেন কিংবা কার্লসেন গুকেশকে হেয় করেন এমনটা বলছেন, তাঁরা হয়তো প্রথম গেমটা দেখেননি। গুকেশকে হারানোর পরে কার্লসেনের চোখেমুখে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করার তৃপ্তিটুকু দেখেননি। ক্রীড়াবিদের জীবনে ওতঃপ্রোত এগুলো।