জবাকুসুম চুলের তেলের বিজ্ঞাপনে তেলের গুণাগুণ বিষয়ে প্রায় কোনও কথাই খরচ না করে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথের ‘নিদ্রিতা’ কবিতার সেই অংশটি, যার মধ্যে একটি পঙ্ক্তিতে রয়েছে, ‘মেঘের মতো গুচ্ছ কেশরাশি শিখান ঢাকি পড়েছে ভারে ভারে’। কখনও আবার ব্যবহার করা হয়েছে ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘বধূ’ ইত্যাদি কবিতার চিরকালীন পঙ্ক্তিগুলি।
দেশপ্রেমের আবেগে ১ লক্ষ বোরোলীনের টিউব বিনামূল্যে বিতরণ কোনও ব্যবসায়ীর পক্ষে ভাবা সম্ভব? লিখছেন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved