এক লহমার জন্য হলেও সমস্ত বিদ্বেষ-ক্রোধ-প্রতিহিংসা-হাহাকারকে ভুলিয়ে দিয়েছিল সিআর নামের এক স্বর্গদূতের স্বর্গীয় ন’শো গোলের পারিজাত।
জর্জিয়ার ফুটবল রূপকথায় কাভারাস্কেইয়ারা অমরত্ব লাভ করুক, ক্ষতি নেই। কিন্তু সেই রূপকথায় রোনাল্ডোর অবদান অনস্বীকার্য, তা ভুললে চলবে না।
আর্নেস্ট হেমিংওয়ের প্রখ্যাত উপন্যাস-চরিত্রের মতো রোনাল্ডোও এখন ফুটবল সমুদ্রে নেমে পড়েছেন, শেষ বড় মাছকে বঁড়শিতে গাঁথতে।
সিআর সেভেন আসলে ফুটবলবিশ্বে অবিনশ্বর-চেতনার জীবন্ত বিগ্রহ।
ইউরোপের উন্নাসিকতাকে সিধে করে দেবে সে একদিন, ফুটবলের নতুন উপকূল খুলে।
ফুটবল আদতে টম ক্রজের অ্যাকশন ফিলম আর ক্রিকেট মরশুম ডিক্যাপিও-র রোম্যান্টিসিজম। লিখছেন রাজর্ষি গঙ্গোপাধ্যায়।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved