ভারতীয় বিদ্যাচর্চা পুরোপুরি গুরু-শিষ্য কেন্দ্রিক। যার নিয়ম হল গুরুকে একাগ্রতার সঙ্গে শোনা, পূর্ণভাবে সমর্পণ, গুরু উপদেশে পূর্ণ বিশ্বাস, আর গুরুদত্ত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা। এই ভাবেই ধীরে ধীরে বিদ্যার্থী মনের চেতন ও অবচেতন স্তরগুলোকে অতিক্রম করে বিদ্যার যথার্থ রূপ লাভ করতে সক্ষম হয়।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved