প্রজাপতির ডানা থেকে শিখে নাও সোলার প্যানেলের নকশা; ব্যবহার করো বারুদগর্ভ ট্যাঙ্কারের ছাদে। পাহাড়ি বিটলের থেকে শিখে নাও কীভাবে সাজাতে হবে করাতের শ্বদন্ত; যাতে আরও সুনিপুণ দক্ষতায় কাটা যায় গাছ। টাইগার মথের থেকে শিখে নাও কীভাবে এড়ানো যাবে সাউন্ড নেভিগেশন; গোপনে চালনা করো যুদ্ধবিমান। এ শিক্ষার পাপ বয়ে চলে যেতে হবে।
প্রথমবার, এই যে যুগে আমরা বাস করছি এখন, এবার আমাদের চোখের সামনে ঘটছে এমন একটা কিছু, যা অচিন্তনীয়। যা মর্মান্তিক। প্রকৃতি কি তবে প্রতিশোধ নিতে শুরু করল? অনেক দেরি করে ফেললাম কি আমরা? লিখছেন জয়দীপ ঘোষ।
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved