এর আগে ফরাসি দেশে বা প্যারিতে শুধু পাবলিক লাইব্রেরি ছিল। সেখানে একমাত্র বসে বই পড়া যেত বলে, বিশ শতকের সভ্যতা এসে গেলেও কোনও সময়ই মহিলারা ঠিক সাহিত্যের পাঠক হয়ে উঠতে পারেননি। আদ্রিয়েঁ তাঁর দোকান-কাম-লাইব্রেরিতে বহু সংখ্যক ফরাসি মহিলাকে শুধু বই নিতে ও ফেরত দিতে জড়ো করে ফেলেছিলেন।
ইউলিসিস-এর সাফল্যর পর, দেদার পয়সা ওড়ানো জেমস জয়েসের নানা কীর্তি। লিখছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
‘শেক্সপিয়র অ্যান্ড কম্পানি’-তে এলেন টি. এস. এলিয়ট, জেমস জয়েস, অঁদ্রে জিদ, পল্ ভ্যালেরি, স্কট ফিৎজিরাল্ড, ডি. এইচ. লরেন্স, জর্জ অরওয়েল, বার্ট্রান্ড রাসেল এবং ভিয়েনা থেকে সিগমন্ড ফ্রয়েড! লিখছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved