ট্রফির নামবদলে পতৌদিদের সম্মান অনেকটাই ক্ষুণ্ণ হল তো বটেই, সঙ্গে মুছে গেল ইতিহাসের একটা অধ্যায়ও!
আইপিএল নিয়ে এই চরম উন্মাদনা কি স্বাভাবিক ক্রিকেট-প্রেম থেকে উদ্ভুত, না কি তা স্রেফ গ্ল্যামার-জগৎ আর অতিরিক্ত হাইপের যৌথতায় নির্মিত এক কৃত্রিম উত্তেজনা, যা বুদবুদের মতো সৃষ্টি হয়ে এক সাময়িক গণ-হিস্টিরিয়া তৈরি করে?
বিশ্ব ক্রীড়াক্ষেত্র যে বাঁকে দাঁড়িয়ে, তাতে ভবিষ্যতের সাক্ষী মালিক, মনিকা বাত্রা, লক্ষ্য সেনদের বিকল্প পথের কথা ভাবতে শুরু করতে হবে। কমনওয়েলথ গেমসকে ভুলে অলিম্পিক, এশিয়াডের প্রস্তুতি হিসেবে পাখির চোখ করতে হবে নিজ খেলার আঞ্চলিক, মহাদেশীয় ও বিশ্ব চ্যাম্পিয়নশিপগুলোকে।
ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড– এই পাঁচ দেশের মধ্য প্রায় সীমিত হয়ে যাওয়া ক্রিকেট মানচিত্রে এক নতুন শক্তি হয়ে উঠে আসতে পারে ইব্রাহিম জাদরান-নবীন-উল-হক-রশিদ খানের আফগানিস্তান!
নিজের দেশের ক্রিকেট-সাম্রাজ্যের পতন রোধ করতে পারেননি লারা।
বিশ্বকাপে রশিদ-গুরবাজদের এই পারফরম্যান্সের পর কি দুঁদে টেস্ট খেলিয়ে দেশগুলো আগ্রহী হবে তাদের সঙ্গে সিরিজ খেলতে?
A Unit of: Sangbad Pratidin Digital Private Limited. All rights reserved